হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, ওমানের সুলতান হাইসাম বিন তারিক আজ (শুক্রবার) এক বার্তায় ইরানকে ইসলামি বিপ্লবের বিজয় বার্ষিকীতে অভিনন্দন জানিয়েছেন।
ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের টুইটার পেজে প্রকাশিত একটি বিবৃতি অনুসারে, হাইসাম বিন তারিক ইরান প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি আয়াতুল্লাহ সৈয়দ ইব্রাহিম রাইসির কাছে ২২ বাহমান অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।
ওমানের সুলতান প্রতি বছর ইরানের ইসলামি বিপ্লবের বিজয় বার্ষিকীতে ইরানের প্রেসিডেন্টকে অভিনন্দন জানান।
গত বছর, তিনি বিপ্লবের বিজয়ের ৪৩তম বার্ষিকী উপলক্ষে ইসলামী প্রজাতন্ত্র ইরানের জনগণ ও কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছিলেন।
গত বছরের বার্তায় তিনি বলেছিলেন: আমার আন্তরিক অভিনন্দন ছাড়াও, আমি ইরানের প্রিয় জাতির জন্য সম্মান ও গৌরব এবং স্বাস্থ্য, সমৃদ্ধি, অগ্রগতি এবং মঙ্গল কামনা করছি।
এদিকে, চীন, হাঙ্গেরি, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং তাজিকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরাও পৃথক বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানকে ইসলামি বিপ্লবের বিজয় বার্ষিকীতে অভিনন্দন জানিয়েছেন।
চীনের পররাষ্ট্রমন্ত্রী চেন গেং তার ইরানি প্রতিপক্ষকে এক অভিনন্দন বার্তায় ইসলামি বিপ্লবের বিজয় বার্ষিকীতে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তিনি ইরান ও চীনের মধ্যে সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
চীনা পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানকে আরও বলেন: আমি দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণ ও উন্নয়নে দুই দেশের প্রধানের গুরুত্বপূর্ণ চুক্তি বাস্তবায়ন করতে চাই।